বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে লজ্জা হয়, কষ্ট হয়, যখন দেখি এই ভয়াবহ সরকারকে সমর্থন দিয়ে কোনো কোনো গণমাধ্যম ব্যক্তিত্ব ও মালিক বক্তব্য দিচ্ছেন। রাষ্ট্র এখন আর রাষ্ট্র নেই।’ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সুবর্ণ জয়ন্তীর আলোচনা সভায় দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বিএনপি মহাসচি বলেন, ‘দেশ এক ঘোর অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে। জনগণকে তার সব ধরনের গণতান্ত্রিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। রাষ্ট্র এখন পুরোপুরিভাবে মানুষকে নিপীড়ন করছে।’
আরও পড়ুন : তৃণমূল বিএনপির চেয়ারপারসন মবিন, মহাসচিব তৈমুর
বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাধীনতার সময় যে স্বপ্ন আমরা দেখেছিলাম, তারা কল্পনাও করিনি এমন একটি সময় আমরা দেখবো। আজকে গণমাধ্যমও ভাগ হয়েছে। একদিকে রয়েছেন ভয়াবহ সরকারের উচ্ছিষ্টভোগী, আরেকদিকে রয়েছেন গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরে পাওয়ার সংগ্রাম। যারা সংগ্রামে আছেন তারা আজ নিগৃহীত। তাদের অনেকের আজ চাকরি নেই, সত্য বলার অপরাধে অনেক গণমাধ্যম আজ বন্ধ করে দেওয়া হয়েছে।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ খুরশীদ আলমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মোহাম্মদ ইবরাহীম, জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ ও পেশাজীবী নেতারা।
Leave a Reply