1. admin@bangla-times.com : admin :
  2. banglatimesnewsbd@gmail.com : Editor :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

পরকীয়া প্রেমিককে হত্যার পর ভাসিয়ে দিল পানিতে

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

টাঙ্গাইলে ভূঞাপুরে পরকীয়া প্রেমিককে ডেকে এনে হত্যার পর বস্তাবন্দি করে বিলের পানিতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফলদা ঘোনার পাড়া মোইশা বিল থেকে পরকীয়া প্রেমিক জয়নাল আবেদীনের (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন : মুনিয়া হত্যা: স্ত্রী খুনের দায় স্বীকার করল স্বামী

হত্যাকান্ডের শিকার জয়নাল আবেদীনের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায়। তিনি গাজীপুরের কালিয়াকৈর এলাকার সিএনজি চালক ছিলেন। এরআগে পরকীয়া প্রেমিকার স্বামী ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার মৃত সাইদ আলী ওরফে গণেশের ছেলে জীবন আহাম্মেদের জবানবন্দি অনুযায়ী ওই বিল থেকে প্রেমিকের বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : এডিসি হারুন-সানজিদাকাণ্ড/ তদন্ত শেষ হয়নি, বাড়ল সময়

জানা যায়, ফলদা এলাকার জীবন আহাম্মেদর স্ত্রী কালিয়াকৈর থাকাকালে সিএনজি চালক জয়নালের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের পরকীয়ার অবৈধ সম্পর্ক স্বামী জীবন জেনে যায়। পরে স্ত্রীর সাথে কথা বলে গত ৬ সেপ্টেম্বর জয়নালকে কালিয়াকৈর থেকে ফলদায় ডেকে নিয়ে আসে। এরপর আর জয়নালের খোঁজ না পাওয়ায় তার পরিবার কালিয়াকৈর থানায় সাধারণ ডায়রি করে। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় জীবনের সংশ্লিষ্টতা খুঁজে পেলে তাকে আটক করে। পরে জীবন আহাম্মেদ হত্যাকান্ডের কথা স্বীকার করে। এরপর তার কথা অনুযায়ী গ্রামের বাড়ি ফলদার ঘোনাপাড়ার বিল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এসময় জীবন উপস্থিত ছিলেন।

ফলদা ঘোনাপাড়ার ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মিয়া জানান, প্রেমের সম্পর্কের জের ধরে ওই ব্যক্তিকে ডেকে এনে হত্যার পর মরদেহ বিলে ফেলে দেওয়া হয়। পরে জীবনের কথামত ভূঞাপুর থানা ও কালিয়াকৈর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে মরদেহটি পঁচে গেছে।

ভূঞাপুর থানার উপপরিদশর্ক (এসআই) কামরুল ইসলাম জানান, ওই ব্যক্তি নিখোঁজের একটি ডায়রি হয়েছিল কালিয়াকৈর থানায়। প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে। পরে জীবনের কথা অনুযায়ী ফলদার বিল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জীবন আহাম্মেদ পুলিশ হেফাজতে রয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
নোটিশ :