শেখ হাসিনার দশ উদ্যোগ নারী ক্ষমতায়নের নতুন যুগ” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সম্মিলিত নারী জাগরণ মঞ্চ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেরা বেগমের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন।
আরও পড়ুন : অবৈধ নিয়োগ/ সাদিক আবদুল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক অ্যাড. আবু হাসনাত বাবু, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ শফিকুল ইসলামসহ অনেকে।
আরও পড়ুন : ‘বিএনপি লুটপাট ও মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে’
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের আমলে আমুল পরিবর্তন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুত, রাস্তাঘাট, স্কুল কলেজ, শিক্ষা, স্বাস্থ্যসহ নারীদের উন্নয়নে নানামুখী কাজ বাস্তবায়ন করা হয়েছে। আজ সব উন্নয়নের দাবিদার জননেত্রী শেখ হাসিনার। বাংলাদেশের নাম নিলে যেমন বঙ্গবন্ধুর নাম নিতে হয়। তেমনি উন্নয়নের নাম নিলে জননেত্রী শেখ হাসিনার নাম নিতে হবে। তাই জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ ভাল থাকবে। নারীরা ভাল থাকবে। দেশের উন্নয়ন হবে। আগামী নির্বাচনে আসতেই ষড়যন্ত্র শুরু হয়েছে। ভোট আসলেই খুজে পাওয়া যায় বিএনপি জামায়াতকে। এছাড়া তাদের হারকিন দিয়ে খুজে পাওয়া যায় না। এদের কাছ থেকে সাবধান থাকার পরামর্শ দেন তিনি। সেই সাথে অন্যান্য বক্তারাও শেখ হাসিনাকে আবারো নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তারা।
এসময় নারীরা জানান, সমাবেশে নারীর ক্ষমতা, নারীর অধিকার, নারীর মর্যাদাসহ নানাবিধ। বর্তমান সরকার নারীদের জন্য যেসব প্রকল্প হাতে নিয়েছে তার বিস্তারিত জানা গেছে সমাবেশ থেকে। এ সরকার ক্ষমতায় আছে বলেই আজ নারীরা স্বাধীনভাবে চলাফেরার পাশাপাশি কর্মসংস্থানসহ বিভিন্ন দপ্তরে প্রতিনিধিত্ত করছে। আয়োজিত এ সমাবেশে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৫ হাজারোও বেশি নারী অংশ নেয়।
Leave a Reply