1. admin@bangla-times.com : admin :
  2. banglatimesnewsbd@gmail.com : Editor :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

টি-টেন লিগে দুর্নীতিতে অভিযুক্ত নাসির হোসেন

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আবুধাবি টি-টেন লিগে ছয় মৌসুমের মধ্যে তিনি খেলার সুযোগ পেয়েছেন মাত্র এক মৌসুমে। ২০২১ টি-টেন লিগে পুনে ডেভিলসের অধিনায়কও ছিলেন নাসির হোসেন। কিন্তু এই এক মৌসুমেই বিতর্কে জড়িয়ে গেল তাঁর নাম।

আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির দায়ে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আটজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট, তাঁদের মধ্যে বাংলাদেশের অলরাউন্ডার নাসিরের নামও আছে।

আরও পড়ুন : পাঁচ বছর পর সিলেটে টেস্ট ক্রিকেট

৩১ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ৭৫০ ডলারের উপহার পাওয়ার কথা গোপন করেছেন, দুর্নীতিতে জড়ানোর অন্য আমন্ত্রণের কথাও তদন্ত কর্মকর্তাকে জানাননি এবং তদন্তেও সহযোগিতা করেননি।

নাসিরের বাইরে অন্য সাতজন হলেন – একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার কৃষাণ কুমার চৌধুরী, এক ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার পরাগ সাংভি, একটি দলের ব্যাটিং কোচ আসহার জাইদি, স্থানীয় ক্রিকেটার রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান, একটি দলের সহকারী কোচ সানি ঢিলন ও একটি ফ্র্যাঞ্চাইজির টিম ম্যানেজার শাদাব আহমেদ।

এঁদের মধ্যে কৃষাণ, পরাগ, আসহার, রিজওয়ান, সালিয়া ও সানিকে ১৪ দিনের সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সবাইকে ১৯ সেপ্টেম্বর, অর্থাৎ আজকের মধ্যে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে বলা হয়েছে।

২০১৮ সালের জানুয়ারির পর বাংলাদেশের জার্সিতে কোনো সংস্করণেই আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হয়নি নাসিরের। ফ্র্যাঞ্চাইজি লিগ আর ঘরোয়া টুর্নামেন্টে খেলে যাচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
নোটিশ :