দীর্ঘ বিরতির পর ঈদুল আজহায় ‘প্রহেলিকা’ দিয়ে চলচ্চিত্রে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। ওটিটিতে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ওয়েব সিরিজ ‘অদৃশ্য’।
এরমধ্যে মাহফুজ-ভক্তদের জন্য এলো আরেকটি সুখবর। ওটিটি দুনিয়ায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা। আর সেই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো মাহফুজের জুটি হিসেবে থাকছেন চিত্রনায়িকা পরী মণি।
নাম চূড়ান্ত না হওয়া এই ওয়েব ফিল্মটি পরিচালনা করবেন ‘প্রহেলিকা’ নির্মাতা চয়নিকা চৌধুরী।
তিনি বললেন, ‘হ্যাঁ, মাহফুজকে নিয়ে এবার একটি ওয়েব ফিল্ম বানাচ্ছি। চিত্রনাট্য ডেভেলপিংয়ের কাজ চলছে। চিত্রনাট্য লিখেছেন রায়হান খান।’
চয়নিকা চৌধুরী আরও জানান, ওয়েব ফিল্মটি নির্মিত হবে থ্রিলারধর্মী রোমান্টিক গল্পে। এতে ‘সুপারস্টার চিত্রনায়িকা’ রূপে দেখা যাবে পরী মণিকে। তাঁকে ঘিরে এগিয়ে যাবে ওয়েব ফিল্মটির কাহিনি। মুখ্য চরিত্রে আরও একজন অভিনেতাকে দেখা যাবে, যা এখনো চূড়ান্ত নয়।
এদিকে, সোমবার (১৮ সেপ্টেম্বর) নির্মাতা চয়নিকার চৌধুরীর জন্য ছিল বিশেষ একটি দিন। ২০০১ সালের এই দিনে পরিচালক হিসেবে প্রথম কাজের শুরু তাঁর। সেই হিসেবে পরিচালনায় এই নির্মাতার ২২ বছর পূর্ণ হলো।
তাঁর প্রথম পরিচালিত নাটকের নাম ‘শেষবেলায়’। আর টেলিভিশনের পর্দায় প্রথম প্রচারিত নাটকটি ছিল ‘একজীবনে’।
Leave a Reply