ভারত থেকে আমদানি করা ডিম দেশের বাজারে আসতে আরও অন্তত ৭ দিন সময় লাগবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। তারা বলছেন, আমদানি করা ডিম দেশের বাজারে আসলে প্রতিটি ডিম ১০ টাকার কমে কিনতে পারবেন ভোক্তারা।
দেশের বাজারে ডিমের দাম অসহনীয় হয়ে পড়ায় প্রথমে দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তারপরেও বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যার্থ হয়ে ভারত থেকে ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠান ডিম আমদানির অনুমতি পেয়েছে। বাণিজ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, প্রতিটি প্রতিষ্ঠান এককোটি করে ডিম আমদানি করতে পারবে।
আরও পড়ুন : গুদাম থেকে স্বর্ণ গায়েব/ আবারও রিমান্ডে রাজস্ব কর্মকর্তাসহ ৩ জন
আমদানিকারকরা জানান, সোমবার ডিম আমদানির অনুমতি পেয়েছেন তারা। তবে এলসি খুলে ভারত থেকে ডিম আনতে ৭ দিন সময় লাগবে।
ডিম আমদানির অনুমতি পাওয়া টাইগার ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী সাইফুর রহমান বলেন, ‘৫ থেকে ৭ কার্যদিবসে ডিম আমদানি করে দেশের বাজারে আমরা ভোক্তাদের কাছে পৌঁছে দেবো। আমরা চাচ্ছি সর্বনিম্ন দামে ভোক্তাদের কাছে ডিম পৌঁছে দিতে।’
আরও পড়ুন : সাংবাদিক নাদিম হত্যা/ প্রধান আসামি চেয়ারম্যান বাবুর জামিন
এদিকে, আমদানি করা ডিম বাজারে না আসায় এখনো দাম কমেনি। রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে প্রতিটি ফার্মের মুরগির ডিমের দাম ১১ টাকা ৫০ পায়সায় বিক্রি হলেও খুচরা দোকানে তা ১৩ টাকার উপরে বিক্রি হচ্ছে।
প্রান্তিক পর্যায়ের খামারিরা বলছেন, ডিম উৎপাদনে খরচ বেড়েছে। তবে বিদেশ থেকে আমদানি করা হলে লোকসানে পড়তে হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, হরিয়ানা, হায়দরাবাদ ও অন্ধ্রপ্রদেশে ডিমের হালি ১৮ রুপি থেকে ২২ রুপি, যা ২৪ থেকে ২৯ টাকা। এর সঙ্গে পরিবহন ও অন্যান্য খরচ যোগ হলেও আমদানির পর দাম সহনীয় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply