কারিতাস রাজশাহী অঞ্চল এসডিডিবি প্রকল্পের আয়োজনে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের বাগানপাড়া ক্লাব ঘরে প্রবীণ,প্রতিবন্ধী ও মাদকাক্ত ব্যক্তি এবং পরিবারের সদস্যবৃন্দদের নিয়ে দিনব্যাপী সচেতনামূলক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আরও পড়ুন : নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডমাল ধর্মপল্লীর রেভাঃ ফাদার পল পিটার কস্তা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কাথালিক ধর্মপ্রদেশ সুরশুনিপাড়া ধর্মপল্লীর রিভাঃ ফাদার প্রদীপ কস্তা,আলীগঞ্জ বাগানপাড়া স্নেহনীড়ের পরিচালক সিস্টার স্মৃতি রিবেরু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিক ২ নং ওয়ার্ডের ফোরাম কমিটির সভাপতি মি, যোসেফ মুরমু। সঞ্চালনায় ছিলেন এসডিডিবির এনিমেটর স্বপন এল.গমেজ।
Leave a Reply