1. admin@bangla-times.com : admin :
  2. banglatimesnewsbd@gmail.com : Editor :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

যুক্তরাষ্ট্র-ইরানের বন্দিবিনিময়ের প্রক্রিয়া শুরু

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দিবিনিময়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে এরই মধ্যে জব্দ করা ইরানের ৬শ কোটি ডলার কাতারের ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা এ অর্থ সুইজারল্যান্ড থেকে কাতারের ব্যাংকে স্থানান্তর করা হয়।

সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান দুদেশের ৫ জন করে ১০ বন্দীকে মুক্তি দেয়। সোমবার কাতারের মধ্যস্থতায় রাজধানী দোহায় এ বন্দিবিনিময় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : স্বল্প সময়ের বিয়ে, ৩ মিনিটে ডিভোর্স

অর্থ স্থানান্তরের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সাংবাদিকদের জানান, আজ সোমবার দিন শেষের আগেই বন্দিবিনিময়ের প্রক্রিয়া সম্পন্ন হবে।

কানানি বলেন, আজই এটা হতে যাচ্ছে। পাঁচ বন্দী ইরানি নাগরিক যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাবেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানে বন্দী থাকা যুক্তরাষ্ট্রের ৫ নাগরিককে মুক্তি দেওয়ার অংশ হিসেবে প্রথমে তাদের তেহরান বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে তাদের কাতারের দোহায় আনা হবে।

মার্কিন বন্দীদের আনার জন্য এরই মধ্যে কাতারের একটি উড়োজাহাজ তেহরানে পৌঁছেছে। আলোচিত এ বন্দিবিনিময় চুক্তিতে দুদেশের মধ্যে বৈরিতা কিছুটা হলেও কমবে বলে আশা বিশ্লেষকদের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
নোটিশ :