1. admin@bangla-times.com : admin :
  2. banglatimesnewsbd@gmail.com : Editor :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

বাস-লরির সংঘর্ষে হীরার খনির ২০ শ্রমিকের মৃত্যু

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকায় একটি সড়কে বাস ও লরির সংঘর্ষে ২০ জন হীরার খনির শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রোববার (১৭ সেপ্টেম্বর) লিম্পোপো প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

লিম্পোপো প্রদেশের পরিবহণ কর্মকর্তা ভঙ্গানি চাউক বলেন, বাসটি দেশের অন্যতম বৃহত্তম হীরার খনি ‘ভেনেশিয়া’ থেকে শ্রমিকদের নিয়ে যাচ্ছিল। পথের মধ্যে একটি লরির সঙ্গে সংঘর্ষ হলে ওই বাসে থাকা ২০জন শ্রমিক নিহত হন।

আরও পড়ুন : মাঝরাতে সিসিইউতে খালেদা জিয়া

এএফপি জানিয়েছে, ভেনেশিয়া খনিটি জিম্বাবুয়ের সীমান্তবর্তী গ্রাম মুসিয়ানায় অবস্থিতি। সেখান থেকে ২৫ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

বতসোয়ানা ও জিম্বাবুয়ে সীমান্তের কাছে অবস্থিত ভেনেশিয়া খনিটি ৩০ বছরেরও বেশি সময় ধরে ডি বিয়ার্স গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এই খনি থেকে দক্ষিণ আফ্রিকার বার্ষিক হীরা উৎপাদনের ৪০ শতাংশেরও বেশি উৎপাদিত হয়। খনিটিতে প্রায় ৪ হাজার ৩০০ জন শ্রমিক কাজ করেন।

দক্ষিণ আফ্রিকার যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত হলেও প্রায়ই সেখানে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
নোটিশ :