বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ স্মার্ট হচ্ছে। তার সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীকেও স্মার্ট হতে হবে। জাতিসংঘের শান্তিবাহিনীতে বাংলাদেশ এক নম্বর স্থান অর্জন করেছে। সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে। তার সাথে তাল মিলিয়ে আমাদেরকেও এগিয়ে যেতে হবে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বরিশালস্থ শেখ হাসিনা সেনানিবাসের ১৫ তলা বিশিষ্ট সেনা সদস্যদের পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’, স্টেশন অফিাসর্স মেস-বি, ডিভিশন মডেল রুম, ডিভিশন সুইমিং পুল, গ্যারিসন মসজিদ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সেনা প্রধান আরও বলেন, স্থাপনাগুলো নির্মানের মাধ্যমে আপনাদের জীবনযাত্রার মান আরো আরামদায়ক হবে। বাংলাদেশ সেনাহিনীর দায়িত্ব হল সেবা করা ও বহিঃশত্রু থেকে দেশকে রক্ষা করা। আত্মত্যাগের মনোভাব নিয়ে আমাদের এসব কাজ করতে হবে। কষ্ট করার জন্যই আমরা এই চ্যলেঞ্জিং পেশা বেছে নিয়েছি।
অনুষ্ঠানে জেনারেল অফিসার কমন্ডিং (জিওসি) ৭ ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার, উর্ধতন কর্মকর্তাবৃন্দ, জুনিয়র কমিশন্ড অফিসার সহ বিভিন্ন পদবীর সৈনিক ও বেসমারিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply