1. admin@bangla-times.com : admin :
  2. banglatimesnewsbd@gmail.com : Editor :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

‘নীল দরিয়া’ হারালো সাকিব খানকে

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাকিব খানের পারিশ্রমিক নয়, বরং পরিচালক বদিউল আলম খোকনের ‘মান্ধাতা আমলের চিন্তাভাবনা’র কারণে ‘নীল দরিয়া’ নামে ছবিটিতে লগ্নী করতে আগ্রহী হননি প্রযোজক নাসরিন হেলালী।সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, এতে শাকিব খানের কোনো দোষ নেই।

কদিন আগে একটি সংবাদ মাধ্যমে বদিউল খোকন জানান, চুক্তি মোতাবেক পারিশ্রমিক নেওয়ার পরেও শাকিব খান শিডিউল দিচ্ছেন না। বরং তিনি অতিরিক্ত পারিশ্রমিক দাবি করছেন। তবে প্রযোজক জানালেন, শাকিব খান পারিশ্রমিক বেশি চাইতেই পারেন। কিন্তু তারা শিডিউল পেলেও কাজ শুরু করতে পারেননি। এজন্য দুঃখ প্রকাশ করেছেন।

আরও পড়ুন : ছবিতে আবারও নিয়মিত হচ্ছেন পরিমণি

নাসরিন হেলালী জানান, তার অনেকদিনের স্বপ্ন ছিল শাকিব খানকে নিয়ে একটি সুস্থ ধারার বাংলা চলচ্চিত্র নির্মাণ করার। এ কারণে পরিচালক বদিউল আলম খোকনকে দিয়ে শাকিবকে নিয়ে একটি ছবি করার পরিকল্পনা করেন। ছবিটির জন্য শাকিবের শিডিউল নেওয়া এবং প্রি প্রোডাকশন শেষ হয়। এরমধ্যে শাকিব যুক্তরাষ্ট থেকে দেশে ফেরেন। তখন ‘প্রিয়তমা’ ব্লকবাস্টার হিট হয়। এরপরেই ‘নীল দরিয়া’ করার কথা ছিল শাকিবের।

নাসরিন হেলালী বলেন, আমার কাছে মনে হয়েছে ‘নীল দরিয়া’ ছবির গল্প কাহিনী, টেকনোলজি ব্যাকডেটেড চিন্তা চেতনার ছিল। সৃজনশীল যুগোপযোগী বিশ্বে সমাদৃত সুস্থ ধারার আধুনিক চলচ্চিত্র টেকনোলজি ও আধুনিক চিন্তা চেতনা নিয়ে সিনেমা বানালে দেশে বিদেশে দর্শক শ্রোতাদের মুগ্ধ করতে পারবে। ‘নীল দরিয়া’ নামে আমার চলচ্চিত্রটি নামকরণ দেওয়া হয়েছিল যেটা পরে আমার মোটেই পছন্দ হয়নি। কারণ নামটি ছিল পুরনো।

পরিচালক খোকনের ভাবনা চিন্তা এবং টেকনোলজি জ্ঞান পুরনো ইঙ্গিত দিয়ে প্রযোজক আরো বলেন, ব্যাকডেটেড টেকনোলজির কারণে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে ‘নীল দরিয়া’ না করাই ভালো। শাকিব খান একজন মেধাবী সৃষ্টিশীল রোমান্টিক অ্যাকশন সুপারস্টার। আগামীতে তাকে নিয়ে ব্যবসা সফল হবে এমন ছবি বানাবো। দর্শক যেরকম চায়, ঠিক সেরকমই আধুনিকতার ছোঁয়া থাকবে পুরো ছবিতে।

এদিকে, পরিচালক খোকন একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে বলেছেন, অগ্রিম ৪০ লাখ নিয়ে আরও ৬০ লাখ টাকা দাবি করেছেন শাকিব খান। আক্ষেপ প্রকাশ করে খোকন বলেছেন, এটি নৈতিকতার মধ্যে পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে তো হবে না। এটি শাকিব অন্যায় করেছেন।

প্রযোজক বলেন, আমি বুঝতে পারছি না শাকিবকে নিয়ে বদিউল আলম খোকন ভাই কেন এত সব কথা বলতে গেলেন। যা বলেছেন একান্তই তার মনগড়া কথা। শাকিব খানকে শিল্পী সম্মানি যে টাকাটা দিয়েছিলাম সে পুরোটাই ফেরত দিয়েছেন বরং আমরা তার শিডিউল নষ্ট করেছিলাম। এত বড় সুপারস্টারের শিডিউল পাওয়া খুব মুশকিল। আমরা ব্যর্থ হয়েছি কাজটি করতে। খোকন ভাইয়ের এরকম মন্তব্য দেখে আমি দুঃখিত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
নোটিশ :