ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি কাজে নিয়মিত হচ্ছেন। এরই মধ্যে বেশ কিছু নতুন কাজে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
১৮ সেপ্টেম্বর মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি কনটেন্টে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন পরী। জানা যায়, সরকারি অনুদানের একটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।
এর আগে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পরী জানিয়েছিলেন, রোববার তার জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। তবে কী কারণে গুরুত্বপূর্ণ তা জানাননি। এতে বেশ কৌতূহলী হয়ে ওঠেন পরীভক্তরা। পরে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন এই নায়িকা। ক্যাপশনে লেখেন, ‘এটা ‘ডোডোর গল্প’। এই সিনেমা পরিচালনা করবেন রেজা ঘটক। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘ডোডোর গল্প’। ছবিটির প্রযোজনার দায়িত্বে আছেন নাজমুল হক ভূঁইয়া। অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে।
‘ডোডোর গল্প’ ছবিতে কাজল চৌধুরী নামের একটি চরিত্রে অভিনয় করবেন পরীমণি। এতে পরীর বিপরীতে অভিনয়ের জন্য চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে একাধিকবার আলাপ হয়েছে বলে জানা গেছে। যদিও এখনো তা চূড়ান্ত হয়নি।
নির্মাতা রেজা ঘটক জানান, ছবিতে একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে তুলে ধরতে চান তিনি। এতে ৮৭ জন শিল্পী কাজ করছেন। ২৫টির বেশি লোকেশনে হবে এর শুটিং।
এ ছাড়াও রায়হান রাফির পরিচালনায় ‘মায়া’ নামের ওয়েব ফিল্মে কাজ করবেন পরীমণি। তার সঙ্গে থাকবেন আজাদ আবুল কালাম, আবদুন নূর সজলের মতো অভিনয় শিল্পীরা।
Leave a Reply