1. admin@bangla-times.com : admin :
  2. banglatimesnewsbd@gmail.com : Editor :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

নির্ধারিত দামে মিলছে না আলু, বেশি দামেই বিক্রি হিমাগারে

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

খুচরা বাজারে আলুর দাম প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকা আর হিমাগারে ২৬ থেকে ২৭ টাকা নির্ধারণ করে সরকার। দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে চালানো হচ্ছে অভিযান। রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে হিমাগারে ২৭ টাকা কেজিতে আলু বিক্রির কথা থাকলেও কোথাও তা মানা হচ্ছে না। নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু। সংকটের অজুহাতে বেশি দামেই আলু বিক্রি হচ্ছে হিমাগারে।

নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলুর কেজি ৩৫ টাকা। জয়পুরহাটেও আলু বিক্রি হচ্ছে ৩২ টাকায়। পাইকারদের দাবি, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে হিমাগার মালিকরা।

আরও পড়ুন : বদলে যাওয়া বাংলাদেশের গল্প

মুন্সিগঞ্জের মুক্তারপুরে আলুর বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণে এসে রিভারভিউ কোল্ড স্টোরেজ নামের একটি হিমাগার পরিদর্শন শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, হিমাগারে পর্যাপ্ত আলুর মজুত থাকা সত্ত্বেও অযৌক্তিক কারণে কয়েক দফা মূল্য বৃদ্ধি করা হয়েছে পাইকারি বাজারে।

তবে হিমাগার মালিকদের দাবি, তারা শুধু আলু সংরক্ষণের জন্য জায়গা ভাড়া দেন, দাম বাড়ানোয় তাদের কোন দায় নেই।

এদিকে দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামের স্টিলমিল বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মূল্য তালিকা ও বেচা-কেনার রশিদ না থাকায় ৪টি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। আলুর দাম নিয়ন্ত্রণে রংপুরে হিমাগারেও অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
নোটিশ :