1. admin@bangla-times.com : admin :
  2. banglatimesnewsbd@gmail.com : Editor :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

থাকছে না ৩ ও ১৫দিনের ইন্টারনেট প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আর থাকছে না তিন ও ১৫ দিন মেয়াদের মোবাইল ইন্টারনেট ডেটা প্যাকেজ। শুধু থাকবে ৭ ও ৩০ দিন মেয়াদ এবং আনলিমিটেড ডেটা প্যাকেজ। আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ডেটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশিকা বিষয়ক সভায় এ ঘোষণা দেয় বিটিআরসি।

সংস্থাটি জানায়, বর্তমানে ৯৫টি প্যাকেজ থাকলেও ১৫ অক্টোবর থেকে গ্রাহকরা মোট ৪০টি প্যাকেজ পাবেন। এছাড়াও ৫০ জিবি পর্যন্ত ডেটা ক্যারি ফরওয়ার্ড করা যাবে। সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, মোবাইল অপারেটররা বাড়তি মুনাফা করতে মেয়াদের চক্র গড়ে তুলেছে। এতে গ্রাহক বিভ্রান্ত হচ্ছে। এই চক্র ভেঙ্গে দিতেই এমন সিদ্ধান্ত।ভবিষ্যতে মোবাইল ডেটার সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম বেঁধে দেয়া হবে বলেও জানান তিনি।

তবে মোবাইল অপারেটরদের দাবি, এর ফলে নিম্ন আয়ের মানুষ এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন। একই সাথে ডেটা প্যাকের গ্রাহক কমায় কমবে রাজস্বও। তাই এই সিদ্ধান্তটি পু:নবিবেচনার দাবি তাদের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
নোটিশ :