ফরিদপুরের সালথা উপজেলা পাট ও পেঁয়াজের জন্য বিখ্যাত। এখানে বছরে তিনটি ফসল উৎপাদণ হয়। পাট, পেঁয়াজ ও ধান। এই ফসলের পাশাপাশি এবছর ১০ হেক্টর জমিতে আখচাষ হয়েছে। আখচাষ করে স্বাবলম্বী হয়েছেন চাষীরা।
আরও পড়ুন : বিয়েতে সম্মতি ছিল না সানজিদার, বনিবনা হচ্ছিল না স্বামীর সঙ্গে!
উপজেলা কৃষি অফিস জানিয়েছেন, উপজেলার সোনাপুর, ফুকরা, যদুনন্দী এলাকার কিছু চাষী আখচাষ করেছেন। শকুনকানী, গেন্ডারি ও ইশ্বরদী ১৬ জাতের আখ চাষ হয়েছে। এই আখচাষে বিঘাপ্রতি ব্যায় হয়েছে প্রায় একলক্ষ টাকা। এক বিঘা জমির আখ বাজারে বিক্রি হচ্ছে প্রায় দুইলাখ টাকা। সবমিলিয়ে চাষিরা লাভবান হচ্ছে।
আরও পড়ুন : এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে বাস, ভাড়া নির্ধারণ
ফুকরা গ্রামের আখচাষি রশিদুল শেখ বলেন, অন্যান্য ফসলের পাশাপাশি আমি এবছর ১৮ কাঠা জমিতে আখ চাষ করেছি। আখ চাষ করতে আমার ৮০ হাজার টাকা খরচ হয়েছে। এপর্যন্ত ১ লাখ ৪০ হাজার টাকার মতো বিক্রি করেছি। আরো কিছু জমির আখ বিক্রি করার বাকি আছে। সবমিলিয়ে দুই লাখ টাকা বিক্রি হবে। পরিশ্রম বেশি হলেও অন্যান্য ফসলের চেয়ে আখ চাষে লাভ বেশি। আগামীতে আখচাষ আরো বেশি করবো বলে চিন্তা করেছি।
উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার বলেন, উপজেলায় মোট ১০ হেক্টর জমিতে আখচাষ হয়েছে। এবার আখ খুব ভালো হয়েছে। চাষীরা দামও খুব ভালো পাচ্ছে। আখ চাষের শুরু থেকে চাষিদের বিভিন্ন ধরণের পরামর্শ দেওয়া হয়েছিলো।
Leave a Reply