1. admin@bangla-times.com : admin :
  2. banglatimesnewsbd@gmail.com : Editor :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর ভয়াবহতা

শাহ জালাল, বরিশাল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর ভয়াবহতায় জনমনের স্বস্তি কেড়ে নিয়েছে। সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে ৫ সহস্রাধিক রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এই সময়ে সরকারি হাসপাতালগুলোতে ৩২ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। এরমধ্যে গত ৫ দিনে ১৮ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবারের (১৫ সেপ্টেম্বর) পূর্ববর্তি ৭২ ঘন্টায় ১১ জন মারা গেছেন। আর এই ৫দিনে ভর্তি হয়েছেন দেড় হাজারের বেশী রোগী। এমনকি এর মধ্যে একদিনেই ৭ জন মারা গেছেন। মৃতদের মধ্যে নারীর সংখ্যাই বেশী। এমনকি এ পর্যন্ত মৃত ৭১ জনের মধ্যে ৪৫ জনই নারী।

আরও পড়ুন : ভারতকে হারিয়ে ১১ বছরের আক্ষেপ ঘোচাল বাংলাদেশ

শুক্রবার দুপুর পর্যন্ত বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল সদর জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন সরকারি হাসপাতালে ১ হাজার ১ শত ৮৪ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এপর্যন্ত প্রায় ১৯ হাজার রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিগত বছরগুলোতে দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর ভয়াবহতা না থাকলেও এবছর কোরবানীর ঈদের সময়ে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্নস্থান থেকে যারা ঈদ করতে বাড়ি এসেছেন তাদের দিয়েই ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। কিন্তু সেসময়ে বরিশাল সিটি কর্পোরেশন সহ বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর এডিস মশার লার্ভা নিধনে তেমন কোন কার্যক্রম না থাকায় ডেঙ্গুর ভয়াবহতা ক্রমশ বাড়ছে।

সবচেয়ে বড় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ৫৮ বর্গ কিলোমিটারের বরিশাল সিটি কর্পেরেশনের ১২টি ফগার মেশিনের মধ্যে সচল আছে ১১টি। অথচ ওয়ার্ড সংখ্যা ৩০টি। পূর্বে হ্যান্ড স্প্রে মেশিন দিয়ে মশা নিধনের ঔষধ ছিটানো হলেও এখন তাও আর কাজ করছেনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
নোটিশ :