1. admin@bangla-times.com : admin :
  2. banglatimesnewsbd@gmail.com : Editor :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

দুই ছাত্রনেতাকে নির্যাতনের ঘটনায় জেএমবিএফ’র গভীর উদ্বেগ

শাহানূর ইসলাম, ফ্রান্স থেকে
  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানী ঢাকার শাহাবাগ থানায় পুলিশ হেফাজতে দুই ছাত্রনেতাকে শারীরিক নির্যাতনের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ )গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

আরও পড়ুন : ছাত্রলীগ নেতা পেটানো এডিসি হারুনকে এপিবিএনে বদলি

প্যারিস ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)আজ ১০ সেপ্টেম্বর এক প্রেস বিবৃতিতে অবিলম্বে উক্ত ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিতপূর্বক স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছ।

১০ সেপ্টেম্বর বিভিন্ন দৈনিকে প্রকাশিত খবরে জানা যায় যে, ৯ সেপ্টেম্বর রাতে ঢাকার রমনা জোনের এডিসি হারুন অর রশিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে গল্প করছিলেন। উক্ত নারী কর্মকর্তার স্বামীর অনুরোধে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনীম সেখানে গেলে এডিসি হারুনের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়।

আরও পড়ুন : গুদাম থেকে ‌‌স্বর্ণ গায়েব/ তদন্ত কমিটি করল এনবিআর

পরবর্তীতে,পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ থানায় এসে ফোর্স নিয়ে ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্মম নির্যাতন করে শারীরিকভাবে আহত করে। আহতদের একজনকে হাসপাতালে ভর্তি এবং অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্বর্তীতে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে রমনা জোন থেকে প্রত্যাহার কর ডিএমপির দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়েছে।

শাহাবাগ থানায় পুলিশ হেফাজতে দুই ছাত্রনেতাকে নির্মম নির্যাতনের ঘটনায় জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং বিশিষ্ট মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং সকল প্রকার পুলিশী নির্যাতন বদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানিয়েছেন।

আরও পড়ুন : বাংলাদেশ সফরে আগ্রহী সৌদি যুবরাজ

বিবৃতিতে অ্যাডভোকেট শাহানূর ইসলাম বলেন,”বাংলাদেশ সংবিধানের ৩৫(৫) অনুচ্ছেদে সকল প্রকার নির্যাতনকে সম্পূর্ণভাবে নিশিদ্ধ করা হলেও পুলিশ নিয়মিত বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন পেশাজীবী ও ছাত্রসহ সাধারণ জনগণকে নির্যাতন করে আসছে। তারই ধারাবাহিকতায় দেশের সর্বোচ্চ আইন সংবিধানকে অবজ্ঞা ও লঙ্ঘন করে রমনা জোনের পুলিশের এডিসি সরকারদলীয় ছাত্র সংঘঠনের দুই নেতাকে থানায় নিয়ে অমানবিক নির্যাতন করেছে”।

অ্যাডভোকেট শাহানূর ইসলাম বলেন, “ছাত্র নেতাকে নির্যাতনকৃত পুলিশ কর্মকর্তাকে রমনা জোন থেকে শুধুমাত্র প্রত্যাহার করাটায় যতেষ্ট নয়, বরং তা দেশে প্রচলিত ফৌজদারী বিচারে সোপর্দ না করার একটি অপকৌশল মাত্র”। তাই অবিলম্বে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে হেফাজতে নির্যাতন ও মৃর্ত্যু (নিবারন) আইন ২০১৩ অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের করত তাদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচারে সোপর্দ করে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছেন অ্যাডভোকেট শাহানূর ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
নোটিশ :