1. admin@bangla-times.com : admin :
  2. banglatimesnewsbd@gmail.com : Editor :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

দেলদুয়ারে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

টাঙ্গাইলের দেলদুয়ারে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার দেউলী ইউনিয়নের আগ দেউলি এলাকার ৭২৫ মিটার রাস্তার কাজে ব্যবহৃত ইট ও খোয়া অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

আরও পড়ুন: একাদশে ভর্তির ফল প্রকাশ রাতে অনলাইনে

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রাস্তা পাকা করার কাজে পিকেট ও ১ নাম্বার ইটের খোয়া ব্যবহার না করে নিম্নমানের ইট দিয়ে দায় সারা কাজ করছে বলে অভিযোগ উঠেছে।

ঠিকাদারকে স্থানীয়রা ইটের মানের ব্যাপারে অভিযোগ জানালে, তিনি জানান এই কাজে লোকসান হচ্ছে। পাশাপাশি বলেন নির্মাণ সামগ্রীর মধ্যে কোন প্রকার ত্রুটি নেই। স্থানীয়রা আশংকা করছেন রাস্তার কাজে এ ধরনের নিম্নমানের ইট খোয়ার ব্যবহার করলে টেকসই হবে না। তাদের দাবি ভালো মানের নির্মাণ সামগ্রী দিয়ে যেন রাস্তাটি তৈরি করা হয়।

আরও পড়ুন: শৃঙ্খলা ভঙ্গ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান

এ বিষয়ে দেলদুয়ার উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, রাস্তার নির্মাণ সামগ্রী মানগত দিক থেকে সামান্য সমস্যা রয়েছে তবে ঠিকাদারকে বলে দিয়েছি নিম্নমানের নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার জন্য। আবারও রাস্তাটি পরিদর্শনে গিয়ে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন: কল রেকর্ড করছে কিনা যেভাবে বুঝবেনন

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাসের নিকট জানতে চাইলে প্রথম দিকে তিনি কথা বলতে অস্বীকৃতি জানায়। এরপর বলেন, রাস্তাটির নির্মাণ সামগ্রীর মধ্যে কোন ত্রুটি নেই। তারপরও বিষয়টি খতিয়ে দেখব।

ইঞ্জিনিয়ার অফিসের তথ্য মতে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতাধীন কাজের বরাদ্দ ৬৫ লক্ষ ১৩ হাজার ১শত ৪৩ টাকা উপজেলার দেউলি ইউনিয়নের আগ দেউলি গ্রামের ইঞ্জিনিয়ার আব্দুল গফুরের বাড়ি থেকে কড়াইল সড়কের মোড় পর্যন্ত ৭২৫ মিটার রাস্তার কাজটি এস এস কনস্ট্রাকশনকে দেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
নোটিশ :