1. admin@bangla-times.com : admin :
  2. banglatimesnewsbd@gmail.com : Editor :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

ছাত্রদলের দুই নেতা রিমান্ডে, কারাগারে চারজন

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছাত্রদলের গ্রেপ্তার হওয়া ৬ নেতার মধ্যে দুজনের অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় চারজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনের উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মো. হাসানুর রহমান ওরফে হাসান (৩২), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ (২৯) ও মমিনুল ইসলাম ওরফে জিসান (৩১), বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসাধারণ সম্পাদক মো. আরিফ বিল্লাহ (৩০), ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন (৩১) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে (৩২) আদালতে হাজির করেন।

এদের মধ্যে মমিনুল ইসলাম ও আরিফ বিল্লাহকে লালবাগ থানায় করা অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানোসহ ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। একই থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আরিফ বিল্লাহসহ অপর চার আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

প্রথমে মমিনুল ইসলাম ও আরিফ বিল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত। এরপর আসামিদের রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি হয়। আসামিদের পক্ষে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, মোসলেহ উদ্দিন জসিম, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহসহ কয়েকজন আইনজীবী।

শুনানিতে তারা বলেন, দুই দিন আগে সাদা পোশাকধারীরা এদের গাড়িতে করে তুলে নিয়ে যাই। গুম করার উদ্দেশে তাদের তুলে নেওয়া হয়। কিন্তু অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালসহ সর্বত্র তাদের নিখোঁজের বিষয়টি প্রকাশ পাওয়ায় সেটা আর করতে পারেনি। দুই দিন আগে অন্যায়ভাবে তুলে নিয়ে নির্যাতন করা হয়। তারা মামলার ঘটনার সঙ্গে জড়িত না। দয়া করে তাদের জামিন দিন।

শুনানিকালে জিসান ও আরিফকে এজলাসে তোলা হয়। অপর চার আসামিকে এজলাসে তোলা হয়নি। লালবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) শওকত আকবর এ তথ্য জানান।

এর আগে শনিবার তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে লালবাগ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
নোটিশ :