রাজধানীর কেরানীগঞ্জের গদারবাগের একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাবা-মা ও ছোট বোনের পর এবার মারা গেল দগ্ধ তানহা ইসলাম রোজা (৫)। এ নিয়ে একই পরিবারের ৬ জন অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেল।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোজা মারা যায়। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।
রোজার দূরসম্পর্কের নানা ফারহাদ হোসেন জনি জানান, আগুনের ঘটনায় রোজার বাবা সোহাগ, মা মিনা বেগম ও ছোট বোন তাইবা আক্তার, চাচি জেসমিন আক্তার ও চাচাতো বোন ইশা আক্তার মারা যায়।
উল্লেখ্য, গত সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের সেমিপাকা টিনশেড বাসায়। ওই বাসায় ভাড়া থাকত রোজা ও তার চাচার পরিবার। ঘটনার সময়ই চারজন আর পরদিন মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে মারা যান রোজার বাবা সোহাগ।
Leave a Reply