আইফোনের প্রথম সংস্করণ বিক্রি হলো নিলামে। ৪ জিবি স্টোরেজের আইফোনটি বিক্রি হয়েছে এটির আসল প্যাকেজিংয়ে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই নিলামে আইফোনটি বিক্রি হয়েছে ১ লাখ ৯০ হাজার ৯৭২ ডলার ৮০ সেন্টে। এই মডেলের আইফোন খুব বেশি পিস তৈরি না হওয়ায় মডেলটিকে বিরল ধরা হয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিলামটির আয়োজন করেছে এলসিজি অকশন্স। মোট ২৮ টি বিড হয়েছে এই আইফোনটি কিনতে। আইফোনটি আসল দামের প্রায় ৪০০ গুণ দামে বিক্রি হয়েছে। এলসিজি নিলাম বলেছে, ‘এই আইফোনটি সংগ্রহের ক্ষেত্রে বেশ জনপ্রিয়। গত বছর আরও একই সংস্করণের দুটি আইফোন রেকর্ড দামে বিক্রি হয়েছিল।’
বাজারে আইফোনের এই মডেলটির দাম ছিল ৫৯৯ ডলার। নিলামে ৫০ হাজার থেকে ১ লাখ ডলারের মধ্যে বিক্রি হওয়ার আশা করা হয়েছিল।
২০০৭ সালে আইফোনটি বাজারে আনে অ্যাপল। তবে বিক্রি না হওয়ায় মাত্র দুই মাস পরেই এটির বিক্রি বন্ধ করে দেয় টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। মূলত ৪ জিবি স্টোরেজের কারণে এই সংস্করণের দিকে মানুষের আগ্রহ ছিলো কম। ক্রেতারা ঝুঁকেছিল ৮ জিবির সংস্করণে। কারণ, মাত্র ১০০ ডলার বেশিতে পাওয়া যাচ্ছিল সেটি।
Leave a Reply