1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
মাধবপুরে গাড়ির ধাক্কায় অটোচালকের মৃত্যু - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:৫১ অপরাহ্ন

মাধবপুরে গাড়ির ধাক্কায় অটোচালকের মৃত্যু

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ মে) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দূ্র্ঘটনাটি ঘটে ।

 

জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি সিএনজি চালিত অটোরিক্সাকে অপর একটি অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায় এবং সিএনজি চালক গাড়ির ভিতরেই মারা যান। নিহত সিএনজি চালক মোঃ সাচ্চু মিয়া (৪০) নোয়াপাড়া ইউপির কায়সারনগর এলাকার ছালেক মিয়ার ছেলে ।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনতোষ মল্লিক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহটি উদ্ধার করে নিহতের ফুফাত ভাই শাহেদ মিয়ার কাছে সাচ্চুর লাশ বুঝিয়ে দেন।

এ ব্যপারে শাহেদ মিয়া জানান, ঘটনাস্থল থেকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ নিয়ে যান, পরে তারা সেখান থেকে লাশ বাড়িতে এনে দাফনের প্রস্তুতি নিচ্ছেন ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভুইয়া জানান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) স্যারের নির্দেশে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দিলে লাশ সজনদের কাছে হস্তান্তর করা হয়।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট