পুলিশ সুপার জয়পুরহাট ১ম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট (বিলো-২০০০) ২০২৩ শুরু হয়েছে। শুক্রবার (২৬ মে) বেলা ১২ টায় জয়পুরহাট পুলিশ লাইস্ এর ড্রিল শেডে দুইদিন ব্যাপী এ দাবা টুর্নামেন্টের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম ও পুলিশ সুপার নূরে আলম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফারজান রহমান, মামুন খান চিশতী, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল আজিজ মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল, জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, জেলা পুলিশিং কমিউনিটির সদস্য সচিব বাবু নন্দলাল পার্শী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুইদিন ব্যাপী এ দাবা টুর্নামেন্টে ভারত ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মোট ১৪০ জন দাবারু অংশ নিয়েছেন।
Leave a Reply