গত বছর অনলাইনে আবেদন করার পরও যেসব শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি তাদের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। শুক্রবার (২৬ মে) থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তারা রেজিস্ট্রেশন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ মে) ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়েছে, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানের প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছে কিন্তু কোনো কলেজে ভর্তি হতে পারেনি, তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনলাইনে ছবি সহ ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে।
Leave a Reply