1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
রাশিয়া ছাড়ল ৬ হাজার নাগরিক! - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:১৩ অপরাহ্ন

রাশিয়া ছাড়ল ৬ হাজার নাগরিক!

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

২০২২ সালে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক রাশিয়ার নাগরিক প্রতিবেশী ফিনল্যান্ডে স্থানান্তরিত হয়েছে। বুধবার (২৪ মে) প্রকাশিত এক সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানা যায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য মস্কো টাইমস।

 

ফিনল্যান্ডের পরিসংখ্যান অনুসারে, গত বছর রাশিয়া থেকে ফিনল্যান্ডে মোট ৬ হাজার ০৩ জন স্থানান্তরিত হয়েছে।

জানা গেছে, প্রায় ৫০ হাজার লোক দেশটিতে স্থানান্তরিত হওয়ায় সামগ্রিকভাবে সেখানে অভিবাসন বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই সংখ্যা গড়ে ২৯ থেকে ৩৬ হাজারের মধ্যে ছিল। আবার ১৯৯০-এর দশকের গোড়ার দিক থেকে রাশিয়া হয়ে ফিনল্যান্ডে বার্ষিক অভিবাসন ছিল তিন হাজার ১০০ জনের নিচে।

ফিনিশ ইমিগ্রেশন সার্ভিসের ডেভেলপমেন্ট ডিরেক্টর জোহানেস হিরভেলা বলেছেন, এই মুহূর্তে রাশিয়া থেকে অনেকেই সরে আসছে। বিষয়টি অবশ্যই ইউক্রেন যুদ্ধের সাথে সম্পর্কিত।

তিনি আরও বলেন, অনেক রুশ আশ্রয় প্রার্থী হিসেবে এসেছেন, আবার একই সময়ে অনেকেই কাজের সন্ধানে আসছেন। অপরদিকে যে সব ফিনিশ কর্মকর্তারা মস্কো ছেড়েছেন, তাদের মধ্যে কেউ কেউ চায় তাদের রুশ কর্মচারীরা ফিনল্যান্ডে কাজ করুক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট