1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
গায়িকা টিনা টার্নার মারা গেছেন - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:৪২ অপরাহ্ন

গায়িকা টিনা টার্নার মারা গেছেন

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

‘দ্য বেস্ট’ কিংবা ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’র মতো কিংবদন্তি গানের শিল্পী, জনপ্রিয় মার্কিন পপ ও রক তারকা টিনা টার্নার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ক্যান্সার সহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

 

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৪ মে) সুইজারল্যান্ডের জুরিখের পার্শ্ববর্তী কুইস্নাচট এলাকায় নিজ বাড়িতে মারা যান টিনা। টার্নার সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন শারীরিক অসুস্থতার ভেতর দিয়ে যাচ্ছিলেন। তিনি সম্প্রতি স্ট্রোক করেন, ভুগছিলেন কিডনি জটিলতায়ও।

গত শতকের ষাটের দশকে স্বামী ইকের সঙ্গে জনপ্রিয়তা পান টিনা। তাঁদের ‘প্রাউড ম্যারি’ ও ‘রিভার ডিপ’ গানগুলো তুমুল শ্রোতৃপ্রিয় হয়েছিল। ১৯৭৮ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় টিনার। এরপর আশির দশকজুড়ে টিনা এককভাবে গান গাইতে শুরু করে সফল হন। রীতিমতো তারকা হয়ে ওঠেন তিনি। দরাজ কণ্ঠ, মঞ্চে উদ্যমী পরিবেশনা তাঁকে দর্শক-শ্রোতার মনে জায়গা করে দিয়েছিল। ওই সময় টিনাকে রক অ্যান্ড রোলের রানি বলা হতো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট