সবার দৃষ্টি এখন গাজীপুর। এবার নির্বাচনে কে জয়ী হবেন? কে হচ্ছেন গাজীপুরের মেয়র। নির্বাচনে মোট কেন্দ্র ৪৮০টি। এর মধ্যে ১২৩ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৯৯২ ভোট। স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৮৭৯ ভোট।
এখন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষা। তবে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনানুষ্ঠানিকভাবে প্রাপ্ত ফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্ল্যাহ ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ ছিল না প্রার্থীদের।
এর আগে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। এসময় ভোট শান্তিপূর্ণ হয়েছে,কারো কোন অভিযোগ এখনও পায়নি বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বিভিন্ন কেন্দ্রের ফলাফল একত্র করতে রাত আটটা বাজতে পারে বলেও জানান তিনি।
সকাল ৮টা থেকে শুরু হয় গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ভোটগ্রহণ। ৪৮০ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
প্রায় ১২ লাখ ভোটার নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশন। তৃতীয়বারের মত এই সিটি করপোরেশন নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে মেয়র পদে ৮ জনসহ সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ২৪৬ জন।
এই নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো অংশ না নিলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি, গণফ্রন্ট, ইসলামী আন্দোলন, জাকের পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন ভোটে।
Leave a Reply