গাজীপুর সিটি করপোরেশনের ভোট শেষ হয়েছে। এখন চলছে গননা। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় এ সিটির ৪৮০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। যা বিকাল ৪টা পর্যন্ত চলে।
এখন পর্যন্ত ৫০টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীকে আজমত আজমত উল্লা খান পেয়েছেন ২০,৭৭৬টি ভোট, টেবিলঘড়ি প্রতীকে জায়েদা খাতুন পেয়েছেন ২০,৯২৬টি ভোট এবং হাতি প্রতীকে সরকার শাহনুর ইসলাম রনি পেয়েছেন ২,৪৫২টি ভোট।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী ও ১৮ জন হিজড়া। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি।
Leave a Reply