1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
'গাজীপুরে ভোট পড়েছে ৫০ শতাংশ' - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:১৯ অপরাহ্ন

‘গাজীপুরে ভোট পড়েছে ৫০ শতাংশ’

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৫০ শতাংশের মত ভোট পড়েছে। বৃহস্পতিবার (২৫ মে) নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 

এ সময় তিনি বলেন, গাজীপুরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। প্রার্থীরাও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট। ইসি আলমগীর আরও জানান, ১-২ ঘণ্টার মধ্যে ভোট গণনা শেষ হতে পারে।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়ে মো. আলমগীর বলেন, এটি নির্বাচন কমিশনের বিষয় না, রাষ্ট্রের বিষয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ মে) কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয় গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা।

সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ নেই প্রার্থীদের। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ছিল ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিশেষ করে নারী ভোটারদের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। তবে দুপুরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কমে যায়।

নগরে এই প্রথম ইভিএমে ভোট। এ প্রযুক্তির সঙ্গে অনেক ভোটারই অপরিচিত। যে কারণে অনেক কেন্দ্রেই ভোটগ্রহণে ছিলো ধীরগতি। বিশেষ করে নারী ও বয়স্করা কিছুটা জটিলতায় পড়েন। তবে তরুণরা স্বাচ্ছন্দ্যেই ভোট দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট