রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা প্রতারণার মামলায় গ্রেপ্তার আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। বাদীর সঙ্গে আপস করে টাকা বুঝিয়ে দেন তিনি। পরে ১০ হাজার টাকা মুচলেকায় নোবেলকে জামিন দেন আদালত।সোমবার (২২ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত আপোষের শর্তে জামিনের আদেশ দেন।
এরআগে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ুন কবির এক দিনের রিমান্ড শেষে আসামি নোবেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছেন। এসময় আসামি নোবেল পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামি নোবেলের জামিনের আবেদন মঞ্জুর করেন।
গত শনিবার (২০ মে) গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওইদিন নোবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় ১৬ মে নোবেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
Leave a Reply