চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটে পাসের হার ৪৫ শতাংশ।সোমবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজে এ রেজাল্ট প্রকাশ করা হয়।
গত ১৬ ও ১৭ মে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুইদিনে চার শিফটটে অনুষ্ঠিত পরীক্ষায় ৮০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
‘এ’ ইউনিটে ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে আবেদন করেন ৭৪ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী। পরীক্ষা দেন ৫৯ হাজার ৫০২ জন। তার মধ্যে পাস করেছে ২৬ হাজার ৯০৮ জন। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছে ৩২ হাজার ৫৯৪ শিক্ষার্থী। পাসের হার ৪৫ শতাংশ।
নৈর্ব্যক্তিক পরীক্ষা ১০০ নম্বরের পাশাপাশি জিপিএ’র ওপর ভিত্তি করে ছিল আরও ২০ নম্বর। সব মিলিয়ে ১২০ নম্বরের ওপর পরীক্ষা হয়।
ভর্তি পরীক্ষার প্রতিটি ভুল নম্বরের জন্য কাটা হয় শূন্য দশমিক ২৫ নম্বর। পরীক্ষায় কোনো লিখিত অংশ ছিল না। দ্বিতীয় বার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কাটা হয়।
গত ১৬ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা, যা চলবে আগামী ২৫ মে পর্যন্ত।
Leave a Reply