1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
সুদানে ১০ লক্ষাধিক পোলিও টিকা ধ্বংস - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:১৭ অপরাহ্ন

সুদানে ১০ লক্ষাধিক পোলিও টিকা ধ্বংস

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সুদানের চলমান সংঘাতে ১০ লাখেরও বেশি পোলিও টিকা ধ্বংস হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম।

 

ইউনিসেফের জরুরি কর্মসূচির উপ-পরিচালক হ্যাজেল ডি ওয়েট বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন,‘দক্ষিণ দারফুরে ১০ লাখের বেশি পোলিও টিকাসহ বেশ কয়েকটি হিমাগার লুট, ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করা হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে,গত এপ্রিলে সংঘাত শুরুর পর থেকে সুদানের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ২৮টি হামলা হয়েছে।

পোলিও রোগে সাধারণত পাঁচ বছরের কম বয়সী শিশুরা আক্রান্ত হয়ে থাকে। এর ফলে পক্ষাঘাত এবং মৃত্যু হতে পারে। আফ্রিকাকে ২০২০ সালে বন্য পোলিও মুক্ত বলে ঘোষণা করা হয়েছিল। তবে মালাউই, মোজাম্বিক এবং সুদান গত বছর থেকে আবারও পোলিও আক্রান্ত হওয়ার কথা রিপোর্ট করতে শুরু করেছে।

রয়টার্স বলছে, ২০২২ সালের শেষের দিকে সুদানে পোলিওর প্রাদুর্ভাব দেখা দেয়। আর এই কারণে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ আফ্রিকার এই দেশটিতে টিকাদান ক্যাম্পেইন শুরু করে এবং গত এপ্রিলে সংঘাত ছড়িয়ে পড়ার সময় সংস্থাটি সেই কার্যক্রমের মাঝপথে ছিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট