1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
সাহিত্যিক সমরেশ মজুমদার গুরুতর অসুস্থ - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:২৪ অপরাহ্ন

সাহিত্যিক সমরেশ মজুমদার গুরুতর অসুস্থ

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক সমরেশ মজুমদার গুরুতর অসুস্থ। ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণের কারণে তাঁকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

 

খবরে বলা হয়েছে, শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে সমরেশ মজুমদারের। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যা রয়েছে তাঁর। হাসপাতালে ভর্তির পরে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে দেখেন। সাহিত্যিকের চেস্ট এক্সরে, সিটি স্ক্যানসহ একাধিক রক্ত পরীক্ষা করা হচ্ছে।

সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার জানান, ‘গত দুইদিন কেবিনেই রাখা হয়েছিল বাবাকে। কিন্তু শনিবার বিকেলে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউতে) স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।’

সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’ ছাপা হয়েছিল পশ্চিমবঙ্গের প্রখ্যাত দেশ পত্রিকায় ১৯৭৬ সালে। তিনি শুধু তার লেখনীকে গল্প বা উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, ছোটগল্প বা ভ্রমণকাহিনী থেকে শুরু করে গোয়েন্দা কাহিনী, কিশোর উপন্যাস লেখনীতেও তাঁর জুড়ি মেলা ভার। সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ অন্যতম। তাঁর কালবেলা, কালপুরুষ উপন্যাস বাংলা সাহিত্য জগতে তাঁকে বিশেষ খ্যাতির অধিকারী করে। ৭৯ বছর বয়সী এই সাহিত্যিকের অসুস্থ হওয়ার খবরে দুই বাংলা সাহিত্য জগতে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট