1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
যাকাত-সাদাকার অর্থ দিয়ে রোজাদারদের পাশে দাঁড়ান - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:৪৯ অপরাহ্ন

যাকাত-সাদাকার অর্থ দিয়ে রোজাদারদের পাশে দাঁড়ান

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসুন যাকাত-সাদাকার অর্থ দিয়ে রোজাদারদের পাশে দাঁড়াই।বাড়িয়ে দিন আপনার মানবতার হাত। সাধ্যমত গিয়ে আসুন আপনিও।

 

এই রমজানে খাদ্যসামগ্রী দিয়ে এগিয়ে আসুন। ঢাকাস্থ বাসন্ডা ইউনিয়ন সমিতি ৩০০০ টাকার ফুড প্যাকেজ তুলে দিচ্ছে অসহায় রোজাদারদের মাঝে। সবচেয়ে বেশি প্রয়োজনঃ চাল-ডাল, তেল, বুট, খেজুর সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। যার মাধ্যমে রোজাদাররা সারাবেলা রোজা রেখে দু-মুঠো ভাল ইফতার ও সাহারী করতে পারবে।

প্রতিবছর রামজানে ঢাকাস্থ বাসন্ডা ইউনিয়ন সমিতি মাসব্যাপি কার্যক্রম করে থাকে। এবারও অসহায় মানুষের কাছে পৌছে যাবে ঢাকাস্থ বাসন্ডা ইউনিয়ন সমিতির সহায়তা। পুরো রমজান মাসজুড়ে সমাজের দুঃস্থ- অসহায়, দরিদ্র, খুদার্ত ও নিম্ন আয়ের মানুষের দ্বারপ্রান্তে ইফতার ও খাদ্যসামগ্রী পৌঁছাবে।

ঢাকাস্থ বাসন্ডা ইউনিয়ন সমিতি হলো দুস্থ মানবতার সেবার জন্য কল্যাণমূলক, অলাভজনক, স্বেচ্ছাসেবী একটি সামাজিক উন্নয়ন সংস্থা। সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সাহায্য দেওয়ার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাস্থ বাসন্ডা ইউনিয়ন সমিতি।

ঢাকাস্থ বাসন্ডা ইউনিয়ন সমিতির মাধ্যমে ৩ হাজার টাকার খাদ্যপণ্য পৌঁছে যাবে অন্তত ৫ হাজার পরিবারের কাছে। যেখানে থাকছে চাল, ডাল, বুট, তেল, মসলাসহ রমজানজুড়ে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত হতদরিদ্র কিংবা কর্ম অক্ষম পরিবারই এই ত্রাণের আওতায় পড়বে। এই কাজে ঢাকাস্থ বাসন্ডা ইউনিয়ন সমিতিকে সহযোগিতা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়াও ব্যক্তিগত জায়গা থেকে এসেও অনেকে পাশে দাঁড়ানোর আহ্ববান জানিয়েছেন।

ঢাকাস্থ বাসন্ডা ইউনিয়ন সমিতির উপদেষ্টা মন্ডলী মো. তৌহিদুল ইসলাম এবং সভাপতি ও প্রতিষ্ঠাতা সুপন রায় এর তত্ত্বাবধায়নে এসব কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে কাজ করেন সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য, কর্মী এবং স্বেচ্ছাসেবীরা।

ঢাকাস্থ বাসন্ডা ইউনিয়ন সমিতি রমজানেও উদ্যোগ নিয়েছে যাকাত প্রকল্পের আওতায় হাজারো অসহায় মানুষকে স্বাবলম্বী করার। যাকাতের অর্থ অনুদান হিসেবে দেওয়া হয় ঢাকাস্থ বাসন্ডা ইউনিয়ন সমিতির নাম্বারে। সেই অর্থ আমরা সারা মাস সংগ্রহ করে, পরবর্তিতে সারা বছর জুড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অসহায় ও দুঃস্থ মানুষদের চিহ্নত করে সংগ্রহকৃত যাকাতের অর্থে কর্ম সংস্থানের ব্যবস্থা করে স্বাবলম্বী করা হয়। ইতোমধ্যে ঢাকাস্থ বাসন্ডা ইউনিয়ন সমিতি প্রায় শতাধিক ব্যক্তি ও পরিবারকে কর্ম সংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করেছে।

এর সাথে চাইলেই সমাজের যেকোনো ব্যক্তি বা সংস্থা যুক্ত হতে পারেন যে কোনো সময়। ঢাকাস্থ বাসন্ডা ইউনিয়ন সমিতির সঙ্গে যোগাযোগ করতে কল করতে পারেন ০১৭১০৭৪১৭৮৬, ০১৯৪৬-৭৪৬৭৫৫ এই নাম্বারে।

অনুদান বিকাশ ও নগদে পাঠাতে পারেন ০১৯৪৬-৭৪৬৭৫৫ (নগদ), ০১৭১০৭৪১৭৮৬ (নগদ) এই নাম্বারে।

# ১০টি পরিবার ফুড ৩০,০০০ টাকা

# ২০টি পরিবার ফুড ৬০,০০০ টাকা

# ৩০টি পরিবার ফুড ৯০,০০০ টাকা

✳️অনুদান দিতেঃ

✅ নগদ- ০১৯৪৬-৭৪৬৭৫৫
✅ নগদ- ০১৭১০৭৪১৭৮৬

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট