হবিগঞ্জের চুনারুঘাট থানা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন রেঞ্জ ডিআইজি। মঙ্গলবার (২৮ মার্চ) চুনারুঘাট থানা দ্বি-বার্ষিক পরিদর্শন শেষে শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চুনারুঘাট থানার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
মতবিনিময় সভায় জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, আব্দুল কাদির লস্কর, চেয়ারম্যান, চুনারুঘাট উপজেলা পরিষদ। এড. এম আকবর হোসেন জিতু, সভাপতি, উপজেলা আওয়ামী লীগ এবং সভাপতি, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি, বীর মুক্তিযোদ্ধা আঃ গফ্ফার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সাইফুল আলম রুবেল, মেয়র, চুনারুঘাট পৌরসভা, নাহিজ, সভাপতি, হবিগঞ্জ প্রেস ক্লাব, প্রদীপ দাস সাগর, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ প্রেসক্লাব, ছালাম তালুকদার, সভাপতি, চুনারুঘাট ব্যবসায়ী সমিতি, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীরা।
Leave a Reply