ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পায়ে হেঁটে রেল সেতু পার হতে গিয়ে মো. শাহজাহান (৭৫)নামে এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সোমবার (২৭ মার্চ) বিকেলে উপজেলায় তিতাস নদীর রেলসেতুতে এ ঘটনা ঘটে।নিহত মো. শাহজাহান সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামের বাসিন্দা ছিলেন।
এ ব্যাপারে আখাউড়া রেলওয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলীম হোসেন সিকদারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বাংলা টাইমসকে বলেন,আখাউড়ায় মেয়ের বাড়ি থেকে সদর উপজেলার চাপুইর এলাকায় নিজ বাড়িতে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন মো. শাহজাহান। পথিমধ্যে আখাউড়া তিতাস রেলসেতু পারাপার হচ্ছিলেন তিনি।
এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী মেইল ট্রেনটি সেতুর ওপর উঠলে কাটা পড়ে মারা যান ওই বৃদ্ধ। পরিবারের সদস্যরা খবর পেয়ে এসে মরদেহ শনাক্ত করেছে।
Leave a Reply