স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগ থেকে মো. সোবাহান রনি (৫০) নামে এক ভুয়া নার্সকে আটক করেছে আনসার সদস্যরা। ভুয়া প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষের নির্দেশে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন প্লাটুন কমান্ডার (পি.সি) আনোয়ারুল ইসলাম।
সোমবার (২৭ মার্চ) ওই ভুয়া নার্স মো. সোবাহান রনিকে আটক করা হয়। মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম গ্রামের আয়ুব আলীর ছেলে তিনি।
প্লাটুন কমান্ডার আনোয়ারুল ইসলাম বলেন, আটকের সময় তার কাছ থেকে একটি আইডি কার্ড ও নগদ দশ হাজার টাকা এবং মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত আইডি কার্ডে তার পদবি সিনিয়র স্টাফ নার্স লেখা।
তিনি আরও বলেন, আটককৃতকে দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টারের সামনে হৈচৈ করতে দেখে সেখানে থাকা হাসপাতালের হিসাব রক্ষক জাহিদুর রাহিম তার সাথে কথা বলেন। সে সময়ে তিনি নিজেকে সিনিয়র স্টাফ নার্স পরিচয় দেন। বিষয়টি তার সন্দেহ হলে তিনি আনসার সদস্যদের ডাকেন। পরে নিশ্চিত হন তিনি ভুয়া নার্স।
কোতোয়ালি থানার এএসআই গোপাল চন্দ্র রায় বলেন, আটক মো. সোবাহান রনিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
Leave a Reply