1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
মিটফোর্ড হাসপাতাল থেকে ভুয়া নার্স আটক - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:০৫ অপরাহ্ন

মিটফোর্ড হাসপাতাল থেকে ভুয়া নার্স আটক

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগ থেকে মো. সোবাহান রনি (৫০) নামে এক ভুয়া নার্সকে আটক করেছে আনসার সদস্যরা। ভুয়া প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষের নির্দেশে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন প্লাটুন কমান্ডার (পি.সি) আনোয়ারুল ইসলাম।

 

সোমবার (২৭ মার্চ) ওই ভুয়া নার্স মো. সোবাহান রনিকে আটক করা হয়। মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম গ্রামের আয়ুব আলীর ছেলে তিনি।

প্লাটুন কমান্ডার আনোয়ারুল ইসলাম বলেন, আটকের সময় তার কাছ থেকে একটি আইডি কার্ড ও নগদ দশ হাজার টাকা এবং মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত আইডি কার্ডে তার পদবি সিনিয়র স্টাফ নার্স লেখা।

তিনি আরও বলেন, আটককৃতকে দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টারের সামনে হৈচৈ করতে দেখে সেখানে থাকা হাসপাতালের হিসাব রক্ষক জাহিদুর রাহিম তার সাথে কথা বলেন। সে সময়ে তিনি নিজেকে সিনিয়র স্টাফ নার্স পরিচয় দেন। বিষয়টি তার সন্দেহ হলে তিনি আনসার সদস্যদের ডাকেন। পরে নিশ্চিত হন তিনি ভুয়া নার্স।

কোতোয়ালি থানার এএসআই গোপাল চন্দ্র রায় বলেন, আটক মো. সোবাহান রনিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট