1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
বিজয়নগরে কার্ডধারীদর মাঝে টিসিবির পণ্য বিতরণ - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:১৫ অপরাহ্ন

বিজয়নগরে কার্ডধারীদর মাঝে টিসিবির পণ্য বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলায় সরকার নির্ধারিত স্বল্প আয় ও সুবিধাবঞ্চিত কার্ডধারীদর মধ্যে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। বুধবার (২২মার্চ)সকাল ৯টার সময় বিজয়নগর উপজেলার ২নংচান্দুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টিসিবির পন্য বিক্রয় উদ্বোধন করেন টিসিবির পন্য বিক্রির দয়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার কাজল বণিক।

 

এ সময় উপস্থিত ছিলেন,বিজয়নগর উপজেলা আওয়মীলীগের সাবেক সহ-সভাপতি ও ২নং চান্দুরা ইউনিয়ন পরষিদের বিভিন্ন উন্নয়নের কাজের জন্য একাধিক পুরস্কার প্রাপ্ত এবং টানা তিন বারের সফল চেয়ারম্যান এ, এম, শামীউল হক চৌধুরী, ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মো.আয়েব আলী, ৭নং ওয়ার্ডের সদস্য মো.ফরিদ মিয়া,সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য মাজেদা এবং চান্দুরা ইউনিয়ন পরিষদের সচিব মো.জয়নাল আবেদীন।

সকাল ৯টা থেকে শুরু করে বিকেল ৩টা পযর্ন্ত মোট ৭৫২জন কার্ডধারীরা এই পণ্য কিনেছে।নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে উপজেলা চান্দুুরা ইউনিয়ন পরিষদে নির্ধারিত স্থানে টিসিবির পণ্য বিক্রয়ে থাকছে ২ কেজি তেল, ২ কেজি মসুর ডাল এবং ১ কেজি চিনি ও ১কেজি ছোলাবুট, ভোক্তাকৃত মূল্যে প্রত্যেক কার্ডধারী ৪৭০টাকা মধ্যে এসব পণ্য বিক্রয় হচ্ছে বলে জানান ডিলাররা।

চান্দুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে টিসিবির পণ্য কিনতে আসা সাহেরা খাতুন বলেন, আমি বিধাব মানুষ। বাজারে নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় পরিবার নিয়ে আমাকে কষ্ট করতে হয়। সরকার কিছু দিন পর পর আমাদের মাঝে ন্যায্যমূল্যে টিসিবির মাধ্যমে পন্য সামগ্রী দেওয়ায় আমার অনেক উপকার হয়। সে জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

একই স্থানে মাসুক ও আব্দুল কাদির নামে দুই ব্যক্তি বলেন,ন্যায্য মূল্যে আমরা তেল, চিনি,ডাল ও ছোলাবুট দেয়ায় আমরা অনেক খুশী।

এ ব্যাপারে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ. ইরফান উদ্দিন আহম্মেদ বাংলা টাইমসকে জানান,দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার,থানার এক জন উপ-পরিদর্শক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতে সরকার নির্ধারিত স্বল্প আয় ও সুবিধাবঞ্চিত কার্ডধারীদর মধ্যে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।স্বল্প আয় ও সুবিধাবিঞ্চত উপজেলার ৬ হাজার ২৪১জন কার্ডধারী মানুষ এই পণ্য কিনতে পারবেন।

তিনি বলেন,পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট