ঢাকার কেরানীগঞ্জে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগ এর উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকেলে ৩ টায় কেরানীগঞ্জ উপজেলার মডেল থানার তারানগর ইউনিয়নের জয়নগর স্কুল মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসান এর সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।
কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এম এ গফুর, বাস্তা ইউপি চেয়ারম্যান হাজি মোঃ আশকর আলী, হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল,তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক,ঢাকা জেলা পরিষদ এর সদস্য শিলারা ইসলাম,ঢাকা জেলা পরিষদের সদস্য মিন্টু হোসেন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এম এ এইচ আবিদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাক্তা ইউপি সাবেক চেয়ারম্যান হাজি মোঃ সালাহউদ্দিন লিটন,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল বারেক, ঢাকা জেলা যুব মহিলা লীগের আহ্বায়িকা রেশমা জামান, ঢাকা জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক এহসান আরাফ অনিক,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী শ্রমিক লীগের সাবেক আহবায়ক বশির উদ্দিন প্রমূখ।
Leave a Reply