ফের ভুমিকম্প দিল্লিতে! কেঁপে উঠল রাজধানী ও লাগোয়া এলাকায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৬। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তা নামলেন স্থানীয় বাসিন্দারা।
মৃদু নয়, এবার রীতিমতো জোরালো। ঘড়িতে ১০টা ২১। এদিন রাতে কম্পন অনভূত দিল্লিতে। সঙ্গে নয়ডা, গুরগাঁ, হরিয়ানা, জম্মুতেও। কেঁপে ওঠে পাকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাগিস্থান, আফগানিস্থান, এমনকী, চিনও। উৎসস্থল? আফগানিস্তান। কম্পনের স্থায়িত্ব ছিল ৪০ থেকে ৪৫ সেকেন্ড।
এদিকে দিল্লি জনবসতিপূর্ণ এলাকায় ততক্ষণে আতঙ্কে রাস্তায় নেমে পড়েছেন স্থানীয় বাসিন্দা। তবে রাজধানীতে কম্পনের মাত্রা প্রথমে বেশি থাকলেও, পরে তা ধীরে ধীরে কমে। প্রথমে তীব্রতা ছিল ৭.৭, পরে হয় ৬.৬। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
Leave a Reply