নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে ভালো মানের প্রতি ভরি সোনার দাম রোববার (১৯ মার্চ) থেকে বেড়ে দাঁড়াবে ৯৮ হাজার ৭৯৪ টাকায়। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় এক বিবৃতিতে বাজুস এ ঘোষণা দেয়।
তাতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুসের সহ-সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক বাজার থেকে কিনতে বেশি দাম দিতে হয় বলে আমরা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ডলারের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের দামও বেড়েছে ‘
তিনি বলেন, ‘এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৮ হাজার ৭৯৪ টাকা।’ এর আগে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৯১ হাজার ৯৬ টাকা।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৯৪ হাজার ৩০৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬৭ হাজার ৩০১ টাকা।
এদিকে রুপার দাম পরিবর্তন হয়নি, আগের দামই রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেট রুপার দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম এক হাজার ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম বেড়ে হয়েছে এক হাজার ৫০ টাকা।
গত ১৪ জানুয়ারিতেও স্বর্ণের এক দফা দাম বাড়িয়েছিল বাজুস।
Leave a Reply