1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
'সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে' - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৩৭ অপরাহ্ন

‘সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

রাজশাহী ব্যুরো
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা:এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। এবারের আন্দোলন সরকার পতনের আন্দোলন। এবারের আন্দোলন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন। এবারের আন্দোলন দেশবাসীকে এই স্বৈরাচার রাতের অন্ধকারের সরকারের কবল থেকে রক্ষার আন্দোলন।

 

শনিবার (১৮ মার্চ) বিকেল ৪টায় রাজশাহী ঐতিহাসিক ভূবন মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই সরকার বার লক্ষ কোটি টাকা দূর্নীতির মাধ্যমে লোপাট করে বিদেশে পাচার করেছে। দুবাইতে বেগম পাড়া তৈরী করেছে। কলকারখানা ধ্বংস করেছে। আজকে এই সমাবেশ ভোটচোরদের বিতারিত করার সমাবেশ। দেশের মানুষ আজ নিত্যপন্যের উর্ধ্বগতির ফলে দিশে হারা হয়ে পড়েছে। আজ তারা অর্থের অভাবে চাল, ডাল ও তেলসহ অন্যান্য ভোগ্যপন্য ক্রয় করতে পারছেনা। কিন্তু এই সরকার ১০টাকা কেজি দরে চাল দেবে বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলো। ঘরে ঘরে চাকরী দেবে বলে আশা দিয়েছিলো। অথচ কাউকে এই সরকার চাকরী দিতে পারেনি। বিদ্যুতের উন্নয়ন বলে এই সরকার মিথ্যাচার করছে। প্রতিদিন একাধিকবার লোডশেডিং হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন. রুপপুর পারমানিক প্ল্যান তৈরী করতে হাজার হাজার কোটি লোপাট করেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এই অবৈধ সরকার সর্বক্ষেত্রে ভোট চুরি করছে। সম্প্রতি ঢাকার সুপ্রিম কোর্ট বার এর নির্বাচনে ভোট চুরি করে সরকারী দলের প্যানলেকে বিজয়ী করেছে। এই সরকার যখন ক্ষমতায় আসে দেশে তখন দূর্ভিক্ষ নামে। মানুষের স্বাধীনতা হরণ করেন। মতপ্রকাশের মাধ্যমগুলো ধ্বংস করে দেয়। বর্তমানে অনেক গণমাধ্যম বন্ধ করে দিয়েছে। এই স্বৈরাচার সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া হবেনা।

রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী এশার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুল, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী শাহ্ খালেদ হাসান চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট