ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের ৩২নং চড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আমিন রাজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহসিন খোকন রানা, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ আশ্রাফ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শাহীন আহমেদ।
এ সময় তিনি বলেন, শিক্ষার পাশাপাশি ছোট ছোট শিক্ষার্থীদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আহবান জানা এবং আগামীতে দেশের উন্নয়নের স্বার্থে শিক্ষার্থীদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে ও দেশের ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য ছোট ছোট শিক্ষার্থীদেরকে জানাতে হবে বলে মন্তব্য করেন তিনি ।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ মোহন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জামিল আহমেদ, ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ রাসেল মেম্বার, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রনি,কেরানীগঞ্জ মডেল বাংলা মৎস্যজীবি লীগের সভাপতি আবু তালেব মোল্লা রানা, সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন নাহার সহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply