‘সত্যের সন্ধানে অবিরাম’ শ্লোগানে টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক যুগধারা পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইলের সাগরদিঘী, ঘাটাইল অনিক পার্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক যুগধারা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
দৈনিক যুগধারা প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক এইচ.এম হাবিবুর রহমান সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলোক হেলথ্ কেয়ার ফাউন্ডেশন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান হোসেন। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বাধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোকিত কালিহাতীর সভাপতি ও দৈনিক যুগধারা’র নির্বাহী সম্পাদক আব্দুল আলীম। দৈনিক যুগধারা পত্রিকার স্টাফ রিপোর্টার সহ যুগধারা প্রত্রিকার বিভিন্ন উপজেলা প্রতিনিধিরা ও তাদের সহ-ধর্মীনিরা এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা দৈনিক যুগধারা’র ১০ম বর্ষ পূর্তি ও ১১তম বর্ষে পদার্পণকে একটি ইতিহাস আখ্যা দিয়ে বলেন, গত ১০ বছরে যুগধারা লেখনির মাধ্যমে সাহসী সাংবাদিকতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়ে পাঠকদের আস্থা সৃষ্টি করেছে।
তারা আরো বলেন, আগামী দিনে যুগধারা সাংবাদিকতায় আরো গতিশীল সংবাদ পরিবেশন করে তার বৈশিষ্ট ‘সত্যের সন্ধানে অবিরাম’ শ্লোগানকে স্বার্থক করে তুলবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন। সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৈনিক যুগধারা পত্রিকাকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সুনামের সাথে আরো এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা ও সাংস্কৃতিকের মাধ্যমে শেষ করা হয়।
Leave a Reply