1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
মানুষিক ভারসাম্যহীন কিশোরকে নিয়ে বিপাকে পুলিশ - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:১৭ অপরাহ্ন

মানুষিক ভারসাম্যহীন কিশোরকে নিয়ে বিপাকে পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুড়িগ্রাম পৌরশহরের জেলা পরিষদ মার্কেটের একটি দোকানের সামনে থেকে মানুষিক ভারসাম্যহীন এক কিশোরকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে সদর থানা পুলিশ। কথা বলতে না পারায় তাকে নিয়ে বিপাকে আছেন পুলিশ। শনিবার (১৮ মার্চ) দুপুরে জেলা পরিষদ মার্কেট থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুরের দিকে পৌর শহরের জেলা পরিষদ মার্কেটের একটি দোকানের সামনে মানুষিক ভারসাম্যহীন কিশোর দীর্ঘক্ষন দাড়িয়ে থাকা দেখে অনেকে কথার বলার চেষ্টা করেন ওই কিশোরের সঙ্গে। তবে কথা বলতে না পারায় স্থানীয়লোকজন থানা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে কিশোরটি উদ্ধার করে থানা হেফাজতে নেন। কথা বলতে না পারায় তার নাম ঠিকানা পাওয়া যাচ্ছে না। বর্তমানে এ কিশোর সদর থানায় রয়েছে। মানুষিক ভারসাম্যহীন হওয়ায় কিশোরকে নিয়ে বিপাকে রয়েছে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার বাংলা টাইমসকে জানান, মানুষিক ভারসাম্যহীন ছেলেটিকে আজকে কুড়িগ্রাম শহরে জেলা পরিষদ মার্কেটের একটি দোকানের সামনে থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সে কোন কথা বলতে পারছে না। বয়স আনুমানিক ১৪-১৫ বছর হতে পারে। কিশোরটিকে কেউ চিনে থাকলে সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। দুপুর থেকে সন্ধ্যা পার হলেও তার অবিভাবকের এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট