1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
ভারতে স্বর্ণের দামে রেকর্ড - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:২৬ অপরাহ্ন

ভারতে স্বর্ণের দামে রেকর্ড

বাংলা টাইমস ডেক্স
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশ্বের অন্যতম বড় বাজার ভারতে নতুন রেকর্ড ছুঁয়েছে সোনার দাম। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, গতকাল শুক্রবার (১৭ই মার্চ) এক তোলা (১০ গ্রাম) সোনার দাম ৫৯ হাজার ৪৬১ রুপি পর্যন্ত পৌঁছায়। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সোনার দাম ২ দশমিক ৪৪ শতাংশ বৃদ্ধি পায়।

 

অপরদিকে ৩ শতাংশ বেড়ে প্রতি কেজি রুপার দাম দাঁড়ায় ৬৮ হাজার ৬৪৯ রুপিতে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ব্যাংকগুলোতে বর্তমানে কিছুটা অস্থিরতা চলায় সোনার দাম বাড়তেই থাকবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ভারতে এ বছরের শুরু থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সোনার দাম বেড়েছে ৪ হাজার ৩৬৬ রুপি। যা মোট দামের প্রায় ৮ শতাংশ। এরমধ্যে শুধুমাত্র মার্চেই বেড়েছে ৩ হাজার ৬২৮ রুপি বা ৬ দশমিক ৫১ শতাংশ।

অপরদিকে শুক্রবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পায়। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গত তিন বছরের মধ্যে সাপ্তাহিক দামে সবচেয়ে বড় উর্ধ্বগতি দেখা গেছে এদিন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের স্পট বাজারে প্রতি আউন্স সোনার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৯৭১ দশমিক ৯৫ ডলার স্পর্শ করে। যা ২০২২ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। আর শুধুমাত্র এ সপ্তাহে দাম বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ।

২০২০ সালের মার্চের পর যা সর্বোচ্চ। অপরদিকে ফিউচার বাজারে সোনার দাম ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পায়। এদিন প্রতি আউন্স সোনা লেনদেন হয় ১ হাজার ৯৭৩ দশমিক ৫০ ডলারে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট