1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:১৬ অপরাহ্ন

টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে বিনামূল্যে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ফ্রেন্ডশিপ স্কুল। টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে শনিবার (১৮ মার্চ) ফ্রেন্ডশিপ স্কুলের শিশু শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। সভাপতিত্ব করেন সিএনআই-এর সিইও হেড অব নিউজ ও ফ্রেন্ডশিপ স্কুলের প্রতিষ্ঠাতা জুয়েল আহমেদ।

সিএনআই এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল) এর সঞ্চালনায় শিশুদের মনোমুগ্ধকর ডিসপ্লে, খেলাধুলা, যেমন খুশি তেমন সাজো, অভিভাবকদের মিউজিক্যাল চেয়ার খেলা ‘সহ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এ সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অভিভাবক ও সুধী সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুল, দেশ ও সমাজের উন্নয়নের জন্য যে ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি এই স্কুলের উন্নয়নকল্পে আমার সাধ্য অনুযায়ী কাজ করে যাবো। তিনি আরো বলেন, সবকিছু দেখে মনে হলো, অদূর ভবিষ্যতে এই স্কুলের কার্যক্রম টাঙ্গাইলসহ সারাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্যাপক ভূমিকা রাখবে। তবে এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। এত ভালো একটি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আসলে ফ্রেন্ডশিপ স্কুল সমাজে ভালো কাজের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, আমি প্রত্যক্ষভাবে এই স্কুলের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত আছি। এই স্কুলের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, ফ্রেন্ডশিপ স্কুল টাঙ্গাইলে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই শতাধিক শিশু শিক্ষার্থী বিনা বেতনে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। প্রধান অতিথি খেলাধুলায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সুবিধা বঞ্চিত শিশুদের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ পুলিশ সুপার স্কুলের দুই শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি চকলেট বিতরণ করেন।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট