1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
পঞ্চগড়ে মাইক্রোবাসের ধাক্কায় থ্রিহুইলার যাত্রী নিহত - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:২৭ অপরাহ্ন

পঞ্চগড়ে মাইক্রোবাসের ধাক্কায় থ্রিহুইলার যাত্রী নিহত

মোঃ মাহমুদুল ইসলাম, পঞ্চগড়
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে বেপরোয়াগতির মাইক্রোবাসের ধাক্কায় ফ্রি হলে ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উপরের যাত্রী গুরুতর আহত হন। শনিবার (১৮ মার্চ) দুপুরে দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট সংলগ্ন চুলিয়ার মোড় নামক স্থানের বোদা দেবীগঞ্জ মহাসড়কে এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে কুমতি রানী (৩০) নামে এক নার্সের মৃত্যু হয়।এঘটনায় কাইয়ুম নামে আরেকজন থ্রি হুইলার যাত্রী গুরতর আহত হন।

 

দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের সরকারপাড়া এলাকার প্রীতিময় কুমার বর্মণের স্ত্রী সড়ক দূর্ঘটনায় মৃত কুমতি রানী এবং দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, থ্রি হুইলারটি দেবীগঞ্জ থেকে সাকোয়ার উদ্দেশ্যে দুইজন যাত্রী নিয়ে রওনা হয়। চুলিয়ার মোড় এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে থ্রি হুইলারটি পুরোপুরি দুমরে মুচড়ে যায়। মাইক্রোর সামনের অংশের বাম দিকে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দুই যাত্রীকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কুমতি রানী রায়কে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট