1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
গ্রেফতার হতে পারেন ট্রাম্প - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৪০ অপরাহ্ন

গ্রেফতার হতে পারেন ট্রাম্প

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

যেকোনো সময় গ্রেফতার হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে । এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এবং আঞ্চলিক আইনশৃঙ্খলা বাহিনী। আগামী সপ্তাহের শুরুর দিকে তাকে গ্রেফতার করা হতে পারে।

 

শুক্রবার (১৭ মার্চ) বিষয়টির সঙ্গে জড়িত পাঁচ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের দাবি করা হাশ মানি (মুখ বন্ধ রাখার জন্য যে টাকা দেয়া হয়) মামলায় ট্রাম্প গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই পাঁচ কর্মকর্তা।

তারা জানিয়েছেন, ম্যানহাটানের ১০০ সেন্টার স্ট্রিটে অবস্থিত ম্যানহাটান অপরাধ আদালতের প্রাঙ্গনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ট্রাম্পকে গ্রেফতারের লক্ষ্যে প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করছেন। তবে কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, তারা বিষয়টি জেনেছেন আন্তঃবাহিনীর কর্মকর্তাদের আলাপের সময়। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি বিধায় এ বিষয়টি অনেকটাই গোপনীয় এবং অতিরিক্ত সতর্কতা দাবি করে।

ওই কর্মকর্তারা জানিয়েছেন, নিউইয়র্ক পুলিশ বিভাগ, নিউইয়র্ক স্টেট কোর্টের কর্মকর্তা, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস, এফবিআইয়ের জয়েন্ট টেররোজিম টাস্কফোর্স এবং ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস ট্রাম্পকে গ্রেফতারে বিষয়ে প্রস্তুতি গ্রহণ করছে। এনবিসি এসব সংস্থার কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা মন্তব্য করা থেকে বিরত থাকে। তবে তারা বিষয়টি উড়িয়েও দেননি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট