২০২৩ সালকে ফিলিস্তিনি অঞ্চলে সহিংসতার ঘটনার সবচে খারাপ বছর হিসেবে উল্লেখ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। শুক্রবার তাদের এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৩ মাসেরও কম সময়ের মধ্যে কমপক্ষে ৮৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল বাহিনী। যা ২০২২ সালের রেকর্ড ভেঙ্গেছে।
মানবাধিকার গ্রুপ বি’টসেলেম এর তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ২০২২ সালে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরাইল বাহিনীর অভিযানে ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন। যা ২০০৪ সালের পর থেকে অধিকৃত অঞ্চলে সর্বোচ্চ হতাহতের ঘটনা ছিলো। তবে ২০২৩ সালে ফিলিস্তিনি হত্যার সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি।
সর্বশেষ শুক্রবার (১৭ই মার্চ) অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে এল-বিরহ শহরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইল সৈন্যরা। তাদের দাবি, নিহত ওই ফিলিস্তিনিকে তার পরিচয় দিতে বললে ইসরাইল সেনাকে ছুরি দেখায় সে। তখন সন্দেহভাজনকারী হিসেবে ওই ফিলিস্তিনিকে সরাসরি গুলি করে তারা।
গত বৃহস্পতিবার (১৬ মার্চ) অধিকৃত পশ্চিম তীরের জেনিনে এক কিশোরসহ অন্তত ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইল বাহিনী। এর প্রতিবাদে শুক্রবার রাস্তায় নেমে লাশসহ বিক্ষোভ মিছিল করে ফিলিস্তিনিরা। এই উত্তেজনার মধ্যেই শুক্রবার ওই ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইল।
এরও এক সপ্তাহ আগে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে একটি অভিযানে তিন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইল। এই ঘটনার ৪৮ ঘণ্টারও কম সময় পর একই শহরে আরেকটি অভিযানে ছয় ফিলিস্তিনিকে হত্যা করে তারা।
চলতি বছরের জানুয়ারিতে জেনিনের একটি শরণার্থী শিবিরে অভিযানের সময় এক বয়স্ক মহিলাসহ নয় ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী।
Leave a Reply